মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ অসুস্থ হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন তাঁর উপদেষ্টা।
জানা যায়, ৯৯ বছর বয়সী মাহাথির মুহাম্মাদ শ্বাসনালীতে ইনফেকশনের কারণে গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। তাঁর হার্টেও সমস্যা রয়েছে। সর্বশেষ তিনি জুলাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মাহাথির মুহাম্মাদ আধুনিক মালয়েশিয়ার স্থপতি। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০শে অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।
সূত্র: দৈনিক জং উর্দু