ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. নাদির জুনাইদকে ৩ মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্সগারিত এই সময়ের মধ্যে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিষ্ববিদ্যালয় প্রশাসনের এক প্রতিলিপিতে এ তথ্য জানানো হয়। এসময় ঢাবি প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতিলিপিটি পড়ে শোনানো হয়। প্রতিলিপিতে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানকে অবগত করা হয় এবং সেটিতে স্বাক্ষর করেন ডেপুটি রেজিস্ট্রার জিএম মিজানুর রহমান।
প্রতিলিপিতে বলা হয়, নাদির জুনাইদকে ১২ ফেব্রুয়ারি থেকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথাযত অনুসন্ধান ও তদন্ত করার জন্য বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। এ বিষয়ে সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও সেখানে জানানো হয়।