যাকাত বোর্ডের মাধ্যমে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত

ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত যাকাত বোর্ড থেকে চলতি অর্থবছরে দরিদ্রদের মাঝে ১১ কোটি টাকা বিতরণের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বোর্ডের চেয়ারম্যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত যাকাত বোর্ডের ৬৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

জুলাই বিপ্লবের পর নবগঠিত যাকাত বোর্ডের এ সভায় বোর্ডের কার্যক্রমকে শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে বোর্ডের সদস্যরা ঐকমত্য পোষণ করেন। যাকাত বোর্ডের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও যাকাত ফান্ডে অর্থ প্রদানে সম্ভাব্য যাকাতদাতাদের উদ্বুদ্ধ করতে প্রচার কার্যক্রম জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, যাকাত ফান্ড নীতিমালা সংশোধন ও পরিমার্জনের জন্য বোর্ডের সদস্য দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার প্রবীণ মুহাদ্দিস শায়েখ মুফতি জসিম উদ্দিনকে আহ্বায়ক করে ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব (সংস্থা ও আইন) মো. সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মো. শাহিনুর ইসলাম, ঢাকা আকবর কমপ্লেক্স মাদরাসা অধ্যক্ষ শায়েখ মুফতি দেলোয়ার হোসাইন, চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার প্রবীণ মুহাদ্দিস শায়েখ মুফতি জসিম উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা শহীদুল হক, ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী জসিম উদ্দীন আজহারী, বিকেএসইএ’র সভাপতি মুহম্মদ হাতেম ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান প্রমূখ।

সূত্র : বাসস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *