দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা প্রাকৃতিক নয়। এই বন্যা ভারতীয় আগ্রাসনের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার (২১ আগস্ট) রাতে রাজু ভাস্কর্যে ভারতের সাথে বাংলাদেশর আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এক বিক্ষোভে সমাবেশ এ মন্তব্য করেন তারা।
তারা বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে সব অসম চুক্তি বাতিল করতে হবে। বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। অভিন্ন নদীতে কোন বাঁধ দেয়া চলবে না। এ সময় আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা হতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তারা।
এ সময় বিক্ষোভ সমাবেশ থেকে একটি মিছিল বের করা হয়। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালি, মৌলভীবাজার, রাঙ্গামাটিসহ বেশ কয়েকটি জেলার বাসিন্দারা।