ভারত সুপরিকল্পিতভাবে মুসলিমদের নির্যাতন করছে : সাবেক জার্মান চ্যান্সেলর

ভারতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সংখ্যালঘুদের ওপর নির্যাতন। মুসলিম ও খ্রিস্টানদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী দলগুলো। যার ধারাবাহিকতায় প্রণয়ন করা হচ্ছে একের পর এক সংখ্যালঘু বিরোধী আইন। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জার্মানির সাবেক চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।

সাম্প্রতিক সময় প্রকাশিত নিজের আত্মজীবনীমূলক গ্রন্থে (ফ্রিডম: মেমোরিস ১৯৫৪-২০২১) এসব বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন তিনি।

গ্রন্থের একাংশে, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে ভারতের সংখ্যালঘুদের উপর কেমন আচরণ করা হয়েছে তা তুলে ধরেছেন তিনি। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অধীনে মুসলিম নির্যাতন নিয়েও লিখেছেন সাবেক জার্মান চ্যান্সেলর। এসময় সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে একটি সংবাদ সম্মেলনে এঞ্জেলা মার্কেল বলেন, ভারতে মুসলিম নির্যাতনের বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। তবে নির্লজ্জভাবে মোদি এ বিষয়টি অস্বীকার করে। তবে মোদির কথা বিশ্বাস করেননি মার্কেল। কেননা মোদির বক্তব্য ও বাস্তবতা ভিন্ন ছিল।

এদিকে, জার্মানির সাবেক রাষ্ট্রদূত ওয়াল্টার লিন্ডনারের ভারত সম্পর্কিত আরেকটি গ্রন্থ প্রকাশ পায় একই দিনে। কাকতালীয়ভাবে এই গ্রন্থটিতেও ভারতে মুসলিম নির্যাতনের বিষয়টি উঠে এসেছে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *