গণমাধ্যম গত তিনটি নির্বাচনে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে পারেনি : নির্বাচন কমিশনের প্রধান

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘সংস্কার গুরুত্বপূর্ণ। সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে। একটি যৌক্তিক সময় দিতে হবে, অতীতের বিয়োগান্তক অভিজ্ঞতা যাতে ফিরে না আসে। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ওয়াচডগের ভূমিকা পালন করার কথা। তাদের সত্যকে সত্য বলার কথা, মিথ্যাকে মিথ্যা বলার কথা। কিন্তু গত তিনটি নির্বাচনে তারা বলতে পারেনি। কেউ কেউ ইচ্ছা করে বলেনি, আর কেউ কেউ পরিস্থিতি ও চাপের কারণে বাধ্য হয়ে বলতে পারেনি।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

নির্বাচনে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে ড. বদিউল আলম মজুমদার বলেন, আমরা সংস্কার প্রস্তাবগুলো করবো, আশা করি অন্তর্বর্তী সরকার বিবেচনায় নেবে। এরপর তারা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে। সেখান থেকে কতগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে। এরপর ওই প্রক্রিয়ায় একটা নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে।

নির্বাচনে গণমাধ্যমের দায়িত্ব পালনে সুযোগ সৃষ্টির বিষয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের মাধ্যমে চেষ্টা করছি এবং গণমাধ্যমের কাছ থেকেও পরামর্শ চেয়েছি, যে কীভাবে একটা গাইড লাইন ও নীতিমালা তৈরি করতে পারি। যাতে গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *