ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ বাহিনী। হুতি গোষ্ঠীর দাবি, রাজধানী সানা ছাড়াও হাজ্জাহ ও তাইজ শহরে কমপক্ষে ২৩ দফা বিমান হামলা হয় রাতভর। রোববার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকেই, হুতিদের সামরিক সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে লাগাতার হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু, বেসামরিক কোন স্থাপনায় এই প্রথমবারই আঘাত হানলো দেশগুলো। তিনটি মিসাইলের আঘাতে পুরোপুরি ভ্স্মীভূত হয়ে গেছে একটি কীটনাশক কারখানা। সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত নিকটবর্তী বিভিন্ন আবাসিক ভবনও।
শনিবার যৌথ বাহিনীর অভিযানে টার্গেট করা হয় ইয়েমেনের ৮টি এলাকা। বিমান হামলা চালানো হয় হুতি সশস্ত্র গোষ্ঠীর ১৮টি ঘাঁটিতে। অন্যতম লক্ষ্য ছিলো রাজধানী সানা।